জয়পুরহাট জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

আগামী ২২ মার্চ ৪র্থ পর্যায়ের জয়পুরহাটের ৪টি উপজেলায় ১৩৯টি 'ক' শ্রেণির পরিবার পুনর্বাসনের মাধ্যমে এ জেলার তালিকাভুক্ত 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এ উপলক্ষে সোমবার (২০ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২২ মার্চ জমি ও গৃহ প্রদান কর্মসূচী নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আনোয়ার পারভেজ জানান, ৪র্থ পর্যায়ের জয়পুরহাট সদরে ৪৯টি, আক্কেলপুরে ৩৫টি, কালাই ২৫টি ও ক্ষেতলাল উপজেলায় ৩০টি মোট ১৩৯ টি 'ক' শ্রেণীর ভূমিহীণ ও গৃহহীন পরিবারকে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ কবুলিয়ত দলিল, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর করবেন।
এর মধ্যে দিয়ে জয়পুরহাট জেলা 'ক' শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। ইতোমধ্যে জয়পুরহাট জেলায় ১ম পর্যায়ে ১৬০টি, ২য় পর্যায়ে ১৪১টি ও ৩য় পর্যায়ে ৩৫৮টিসহ মোট ৬৫৯টি পরিবারের মাঝে ২ শতাংশ জমিসহ ঘর প্রদান করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবুল কালাম আজাদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: