জয়পুরহাটে মদসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৩:০৩ পিএম

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার (১৯ মার্চ) রাতে সদর উপজেলার গঙ্গাদাসপুর এলাকা থেকে ৩৫৩ বোতল ফেন্সিডিলি ও ৩ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান জানান, আটক মাদক ব্যবসায়ী হচ্ছে সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের কলম বকসের ছেলে ফারুক হোসেন (৩০)। আসামি গঙ্গাদাসপুর এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলের একটি বড় চালান আসবে এবং রাতেই তা বাসে করে ঢাকায় চলে যাবে, এরকম তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকশ অপারেশন দল গঙ্গাদাসপুর এলাকায় রবিবার রাতে অভিযান চালায়।

এ সময় ৩৫৩ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিদেশী মদসহ ফারুককে হাতেনাতে গ্রেফতার করা হয়। ফারুক হোসেনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলে জানান, র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা, জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষক মামলার আসামিসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: