তামিমের জন্মদিন ‘নিরামিষ’ করে দিল রানআউট

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৩:৫১ পিএম

আজ তামিম ইকবালের ৩৪তম জন্মদিন। বিশেষ এই দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে তার নেতৃত্বে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামে টাইগাররা। ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। এমন সমীকরণে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরুর আভাস দেয় টাইগার কাপ্তান।

তবে শেষ পর্যন্ত রান আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তামিমকে। জন্মদিনে নিজের রানের খাতায় ২৩ রান যুক্ত করতে পেরেছিলেন দেশ সেরা এই ওপেনার। খেলেছেন ৩১ বল। বাউন্ডারি এসেছে চারটি। রান আউট হলেও প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। ক্রিকেট ইতিহাসে ৪০তম খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় মাঠে নামে এই দুই দল। খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৯২ রান। লিটন ৪৯ ও শান্ত ১৭ রানে ব্যাট করছে।

বাংলাদেশের একাদশে আজ এক পরিবর্তন এসেছে। মুস্তাফিজের জায়গায় একাদশে সুযোগ পেলেন হাসান মাহমুদ। আয়ারল্যান্ডের একাদশেও এক পরিবর্তন এসেছে। গ্যারেথ ডেলানির পরিবর্তে একাদশে ডাক পেয়েছেন অভিষিক্ত ম্যাথু হামফ্রেস।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: