তিনজনের মরদেহ উদ্ধার করে পদক পাচ্ছে র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুর

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৫:২৮ পিএম

বীরত্বপূর্ণ কাজে ভূমিকা রাখায় র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছে এলিট ফোর্স র‌্যাব ডগ স্কোয়াডের একটি কুকুর। আজ সোমবার র‌্যাব সদরদপ্তরে এ পদক দেওয়া হয় তাকে। পদক পাওয়া কুকুরটির নাম ‘চিতা’। এর আগে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে পদক দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর গুলিস্তানের কাছে সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডের একটি ভবনে বিস্ফোরণ ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশ নেয় কুকুরটি। সেখান থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করায় কুকুরটিকে র‍্যাব মহাপরিচালক পদক দেওয়া হলো।

উল্লেখ্য, গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে সিদ্দিকবাজারের ওই ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে বিধ্বস্ত ভবনটির আশপাশের সব বাণিজ্যিক প্রতিষ্ঠান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: