পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন: সভাপতি-কাজল, সম্পাদক-প্রিন্স

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৬:৫২ পিএম

গতকাল রবিবার (১৯ মার্চ) কুয়াকাটা পৌরসভার মিলনায়তনে পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ৭০ জন টেলিভিশন সাংবাদিকদের মতামতের ভিত্তিতে এন টিভির স্টাফ রিপোর্টার কাজল বরন দাস'কে সভাপতি, একটুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্স'কে সাধারণ সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি সাঈদ ইব্রাহিমকে অর্থ বিষয়ক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সভাপতি কাজী শামসুর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকবৃন্দ।

বার্ষিক সাধারণ সভা শেষে একই স্থানে পটুয়াখালী জেলা জার্নালিস্ট ফোরাম এর আয়োজনে আজ সোমবার (২০ মার্চ) সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ফোরামের নব-নির্বাচিত সভাপতি কাজল বরন দাস, পটুয়াখালী জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সর্বদা কাজ করে যাবো। টেলিভিশন সাংবাদিকদের যেকোনো সমস্যা নিরসনে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম সর্বদা সচেষ্ট থাকবে। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে আমরা অতিদ্রুত নানা পদক্ষেপ গ্রহন করবো।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স বলেন,পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অত্র জেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সবথেকে বৃহৎ সংগঠন। সাংবাদিকতার মান উন্নয়নে সক্রিয় ভুমিকা পালন করবো আমরা৷ জেলার ইতিবাচক সংবাদ, দুর্নীতি সহ সকল ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকেরা পুরো দেশের সামনে পটুয়াখালীকে তুলে ধরবেন। সাংবাদিকদের অধিকার আদায়ে পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরাম বদ্ধ পরিকর। সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নের লক্ষ্যে আমরা বিভিন্ন প্রশিক্ষণ সহ নানা পদক্ষেপ গ্রহণ করবো।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: