সামাজিক কর্মকান্ডে ১ যুগ পার

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ০৭:৪০ পিএম

মানিকগঞ্জে ‘বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটি’ নামক একটি সামাজিক সংগঠনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার নাহার গার্ডেন রিসোর্টে সংগঠনটির একযুগ পেরিয়ে ১৩তম বছরে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও সদস্য মিলনমেলা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার ইসহাক আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক।

এসময় সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, ড্যাবের মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমান, সাটুরিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন, বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নীরব প্রমুখ উপস্থিত ছিলেন।

মুমূর্ষু রোগীর জীবন বাচাতে সবচেয়ে কার্যকর সেবা রক্তদানে সম্পৃক্ত প্রায় সহস্রাধিক সদস্যদের সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এডিসি সানোয়ারুল হক। এসময় সকলকে দেশ ও জাতি গঠনে সমাজসেবার পাশাপাশি উন্নত ক্যারিয়ার গড়ে তোলার আহবান জানান তিনি।

উল্লেখ্য, স্বেচ্ছায় রক্তাদান, ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং প্রাকৃতিক নানা বিপর্যয়ে বিভিন্ন সময় ত্রান সমগ্রি নিয়ে সাধারণ মানুষের পাশে দাড়াঁয় সংগঠনটি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: