শতবর্ষী বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১১:৫২ পিএম

ঈশ্বরদীতে শতবর্ষী বাঁশেরবাদা বহূমুখী উচ্চ বিদ্যালয়ে নবীন বরন ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সংবর্ধনা সম্পূর্ণ করা হয়েছে।সোমবার (২০মার্চ) বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বাঁশেরবাদা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শামসুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান যুবনেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমলাক হোসেন বাবু,বাঁশেরবাদা ডিগ্রি অনার্স কলেজের অধ্যক্ষ সামায়ুন কবির,আওয়ামীলীগ নেতা মুরাদ আলী,বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাষ্টার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক ধিনা সহ কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ।

এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দ্যেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলামি বিষয়ক শিক্ষক মাওলানা মনিরুল ইসলাম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: