কালিয়ায় প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩, ১১:৫২ পিএম

জান্নাতুল বিশ্বাস,নড়াইল থেকেঃ নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া বাজারে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলে গুরুতর আহত হয়েছে। স্বজন ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আহত বাবা-ছেলেকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠায়। সোমবার (২০ মার্চ) বিকেলে কলাবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আফসার মোল্লা (৪৫) ও তার ছেলে লিপু মোল্লাকে (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারিত কেন্দ্র করে কলাবাড়িয়া গ্রামের আবেদ শেখ গ্রুপের সাথে মৃত কায়েম শিকদার গ্রুপের লোকজনের বিরোধ বিদ্যমান ছিলো। সেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ থেকে ১২ জন কলাবাড়িয়া বাজারে আফসার মোল্লার কাঁচাবাজার দোকানে এসে অতর্কিত হামলা চালিয়ে চাপাতিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে কলাবাড়িয়া গ্রামের আয়নাল মোল্লার ছেলে আফসার মোল্লা ও তার ছেলে লিপু মোল্লাকে গুরুতর জখম করে।

স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ শারমিন সুলতানা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিডি২৪ লাইভকে বলেন, হামলার ঘটনায় কলাবাড়িয়া বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: