ডাক্তার-ইঞ্জিনিয়ার-পাইলট হতে চেয়েছি, শেষ হয়েছে ক্রিকেটে: সাকিব

সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ চলছে। তবে এরই মধ্যে ঢাকায় উড়ে এসেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এর অবশ্য কারণও রয়েছেন। ঢাকায় এসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয়। এ সময় এয়ারলাইন্সটির প্রচারণায় অংশ নিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন টাইগারদের এই প্রাণভোমরা।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। বলেছেন নানা বিষয় নিয়ে কথা। সাকিব বললেন, ছোটবেলায় তার পাইলট হওয়ার ইচ্ছে ছিল। শুধু পাইলট নয় ডাক্তারও হতে চেয়েছি, ইঞ্জিনিয়ারও হতে চেয়েছি, আল্টিমেটলি ক্রিকেটে শেষ হয়েছে। যখন প্রিমিয়ার লিগ হয়, তখন সবাই বিমানকে মিস করে। শুধু আমি না। আশা করি, ক্রিকেট এবং বিমান একসাথে যেভাবে এগিয়ে যাচ্ছে, বিদেশিদের কাছে মুখ উজ্জ্বল করছে, সেভাবেই এগিয়ে যেতে থাকব।'
আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল সোমবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। মুশফিকের টর্নেডো সেঞ্চুরিতে রেকর্ড ৩৪৯ রান তুলেছিল বাংলাদেশ। ক্রিকেট নিয়ে কথা বলতে না চাইলেও ম্যচ পরিত্যক্ত হওয়ায় হতাশ সাকবি, 'জিতে গেলে অবশ্যই ভালো লাগত। যারা ভালো খেলেছে তাদের জন্য। যেমন মুশফিক, তার জন্য আরও ভালো হতো। কিন্তু এটা আমাদের হাতে নেই। তাছাড়া আজ তো বিমান নিয়ে কথা বলছি, ওসব না বলি।'
বাংলাদেশ বিমানের শুভেচ্ছাদূত হিসেবে নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার, 'বিমানের সঙ্গে আমি আছি। চেষ্টা করব বিমানের জন্য সর্বোচ্চ প্রচার প্রসার করার। বাংলাদেশ বিমানের ভালো ভালো দিকগুলো যেটা আমরা অনেকেই জানি না.... সত্যি কথা, আগের দিন আমি আলাপ করেছিলাম, তখন আমি অনেক জিনিস জেনেছি যা সাধারণ মানুষ অবগত না। তাই ওই দিকগুলো জানানো জরুরি। একটা বিষয় না বললেই নয়- নিরাপত্তা। এই জায়গায় বিমান কখনো আপস করে না। যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি, সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। দেশের মানুষ যেন বিমানের ওপর আস্থা রাখে। তারা আস্থা রাখলে বিমান এগিয়ে যাবে।'
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: