পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন মাহমুদউল্লাহ

পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম শীর্ষ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ। ৩৭ বছর বয়সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি।
আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই সুখবর জানিয়েছেন মাহমুদউল্লাহ। জানিয়েছেন, পেশাদার ক্রিকেটার হিসেবে ভীষণ ব্যস্ততা থাকলেও ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশগ্রহণ করার যথাসাধ্য চেষ্টা ছিল তার।
মাহমুদউল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আমার সত্যিকারের প্রচেষ্টা নিয়ে চেষ্টা করেছি নিয়মিত ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে এটা আমার জন্য সহজ ছিল না, এআইইউবি থেকে আমি পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, ক্রিকেট ম্যাচ থাকায় সমাবর্তনে অংশ নিতে পারিনি। আমার শ্রদ্ধেয় শিক্ষকদের এবং এআইইউবিকে কৃতজ্ঞতা।’
নিজের ক্রিকেট ক্যারিয়ারের মতোই এবার খুব একটা আলোচনায় আসেনি মাহমুদউল্লাহর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করার খবরটি। কারণ একই দিনে গ্রাজুয়েট হয়েছেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়েই ছিল সব আলোচনা। তাছাড়া জাতীয় দলে খেলা আরেক ক্রিকেটার এনামুল হক বিজয়ও একই দিনে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: