শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩, ০৭:০২ পিএম

আবু সাইদ, রৌমারী (কুড়িগ্রাম) থেকে: শুভ কাজে সবার পাশে কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় রৌমারীতে কালের কণ্ঠ শুভসংঘের রৌমারী উপজেলা শাখার কমিটির উদ্যোগে মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক লন্ডনী,রাইয়ান্স ইংলিশ স্পোকেন ক্লাবের পরিচালক শহীদুল্লাহ কায়সার, আলহাজ্ব বয়েজ উদ্দিন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, রৌমারী উপজেলা শুভসংঘের সভাপতি মাসুদ পারভেজ রুবেল, সদস্য লিটন সরকার, আব্দুল খালেক সহ প্রমূখ।

শুভসংঘের উপহার পেয়ে তারা অনেক খুশি বলে জানান তারা। উপহার বিতরণ অনুষ্ঠানে শুভসংঘের রৌমারী উপজেলা কমিটির সভাপতি মাসুদ পারভেজ রুবেল তার বক্তব্যে বলেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় সবাইকে এগিয়ে আসতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: