মানিকছড়িতে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান’র প্রকল্প পরিদর্শন

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে মানিকছড়ির বাটনাতলী ইউনিয়নের বিদ্যুৎ সুবিধাবি ত দূর্গম এলাকার ৯৫৪টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করতে আসেন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলার বাটনতলী ইউনিয়নের ছদুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিতরণী কার্যক্রমের আয়োজন করা হয়। বৈরি আবহাওয়ার কারণে উক্ত কার্যক্রম স্থগিত করেন তিনি। পরে ফেরার পথে বাটনতলী ইউনিয়নের ছদুরখীল উচ্চ বিদ্যালয় ও তিনটহরী-বাটনাতলী ইউনিয়ন সংযোগ স্থল বড়বিল খালের উপর ব্রীজ নির্মাণের স্থান পরিদর্শণ করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এ সময় দ্রুত সময়েল মধ্যে ছদুরখীল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবণ ও বড়বিল খালের উপর ব্রীজ নির্মাণের আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ১নং ও ৭নং ওয়ার্ডের ৯৫৪টি বিদ্যুতবি ত পরিবারের মধ্যে ৩৪৭ পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরনের মধ্য দিয়ে উক্ত কার্যক্রমের উদ্বোধন করার কথা ছিল। তবে বৈরি আবহাওয়ার কারণে উক্ত কার্যক্রম স্থগিত করেন তিনি। এ সময় উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. নুরুল আলম চৌধুরী, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) রুম্পা ঘোষ, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুর রহিম, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিল।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: