মানিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ আটক ১

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৬:১৯ পিএম

খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ স্বপন (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত ১২টার দিকে মানিকছড়ি উপজেলার মুসলিম পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মুসলিম পাড়া এলাকার মৃত মো. রফিক’র ছেলে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে একটি টহল দল উপজেলার মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০৭ পিস ইয়াবা ও সেবনের উদ্দেশ্যে রাখা গাঁজাসহ স্বপন নামের এক ব্যক্তিকে আটক করে। পরে রাত ১টা দিকে আটকৃত ব্যক্তিকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার এসআই মো. ফয়েজ আহম্মদ জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে দুপুর ২টার দিকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: