হালুয়াঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৬:৩৮ পিএম

ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা প্রধান করা হয়েছে।মঙ্গলবার রাতে হালুয়াঘাট ডি. এস আলিম মাদ্রাসা মাঠে ৭নং ওয়ার্ডবাসীর আয়োজনে ও নব-নির্বাচিত কাউন্সিলর সাজ্জাদ হোসেন লিমনের সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে শ্রমিক নেতা মো. জালাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব-নির্বাচিত পৌরসভার মেয়র মো. খায়রুল আলম ভূঞা, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আলী হোসেন, ডি. এস আলিম মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল হাই, নব-নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ সোহেল কবির, মো. শামছ উদ্দিন, মো. আব্দুল আজিজ, মো. আসাদুজ্জামান জামান, মো. আলী হোসেন, সাজ্জাদ হোসেন লিমন, মো. নুর আক্তার হোসেন, মো. মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ হাসিনা বেগম, ফাতেমা খাতুন সহ ৭নং ওয়ার্ডের এলাকাবাসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাবেক ছাত্র নেতা মো. আকিকুল ইসলাম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: