সাকিব কি কলকাতার অধিনায়ক হবেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে একই দলে মাতাবেন টাইগার ব্যাটার লিটন দাসও। ইতিমধ্যেই আইপিএলের প্রস্তুতি নিতে শুরু করছে খেলোয়াররা। এরই মধ্যে কলকাতার শিবিরে এসেছে বড় এক দুঃসংবাদ।
অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান সিরিজে পিঠের ইনজুরিতে পড়েন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আয়ার। সেই চোটের কারণে আইপিএলের প্রথম কয়েক ম্যাচ খেলতে না পারার শঙ্কা ছিল। কিন্তু এবার বেশ বড়সড় ধাক্কাই খেয়েছে কলকাতা নাইট রাইডার্স। কেননা দলটির সম্ভাব্য অধিনায়ক আয়ার আইপিএল থেকে পুরোপুরি ছিটকে গেছেন। তার অনুপস্থিতিতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলটির নেতৃত্বে দেখা যেতে পারে! অবশ্য সাকিবকে অধিনায়ক করার গুঞ্জন আগে থেকেই ছিল।
আগামী ৩১ মার্চ থেকে মাঠে গড়াবে আইপিএলের এবারের আসর। তার একদিন পরই রয়েছে কলকাতার খেলা। যদিও ঘরের মাঠে চলমান সিরিজের কারণে সাকিব-লিটনদের প্রথম কয়েক ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না বলে একপ্রকার নিশ্চিতই ছিল। কিন্তু তাদের ছুটি দেওয়ার বিষয়ে বিসিবির এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসায় হয়তো তাদের অপেক্ষার ক্ষণ আরও দীর্ঘ হতে যাচ্ছে!
এদিকে, ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচই জিতে নিয়েছে বাংলাদেশ। একই ফরম্যাটে তারা আইরিশদের বিপক্ষেও তিন ম্যাচের সিরিজ খেলবে। সেখানেও নেতৃত্ব দেবেন সাকিব। সাম্প্রতিক সময়ে খেলা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে টাইগারদের সামনে থেকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্দান্ত ফর্মে থাকা সাকিব। তার এই ফর্মকে আইপিএলেও নিশ্চয়ই কাজে লাগাতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। সাকিব-লিটন ছাড়াও দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে যাবেন পেসার মুস্তাফিজুর রহমান।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: