ফরিদপুরে ৩ টি উপজেলাকে গৃহ-ভূমিহীনমুক্ত ঘোষণা

ফরিদপুরে ৩ টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। আলফাডাঙ্গা ও সালথা উপজেলার সকল ভূমি ও গৃহহীনদের সরকারের দেওয়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় আনা হয়েছে এবং এ দুটি উপজেলাকে গৃহ ও ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। এর আগে নগরকান্দাকে ও গৃহহীন ও ভূমিহীনমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
আশ্রয়ন-২ প্রকল্প হতে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ১২৫ টি এবং চতুর্থ পর্যায়ের ৩২২টি সহ সর্বমোট ৪৪৭ জন ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরের চাবি হস্তান্তর করেন। এ উপলক্ষে বুধবার (২২ মার্চ) সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলসহ অন্যান্য।
ফরিদপুরে ৫টি উপজেলায় এ পর্যন্ত ৫২০৩টি ভুমিহীন পরিবারের মাঝে ২শতাংশ জমিসহ সেমিপাকা ঘর বিতরণ করা হয়েছে। আগামী জুনের মধ্যে ৫২৪টি গৃহ নির্মাণ করে গৃহহীনদের মাঝে বিতরণের মধ্যদিয়ে ফরিদপুর জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: