৫০৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স সম্পন্ন

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ০৯:৪৫ পিএম

বাংলাদেশ স্কাউটসের ৫০৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং কোর্স বুধবার (২২ মার্চ) সম্পন্ন হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিন ব্যা পী এ প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ মার্চ) মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার অধ্য্পাক মিজানুর রহমান মজুমদার, জাতীয় উপ কমিশনার মীর মোহাম্মদ ফারুক, কোর্স লিডার বিভা ওঝা, আনোয়ার হোসেন, মণীন্দ্র কুমার বিশ্বাস প্রমুখ। পরে পতাকা নামানোর মাধ্যমে কোর্স সমাপ্তি ঘোষনা করেন কোর্স লিডার বিভা ওঝা।

প্রশিক্ষণে ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন হাই স্কুল এর ৫০ জন শিক্ষক ও কর্মকর্তা অংশগ্রহন করেন। উল্লেখ্য গত ১৮ মার্চ বাংলাদেশ স্কাউটসের ৫০৮ তম স্কাউট ইউনিট লিডার বেসিক ট্রেনিং শুরু হয়ে ২২ মার্চ সফলতার সাথে শেষ হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: