ফুলবাড়ীয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান

প্রকাশিত: ২২ মার্চ ২০২৩, ১০:৩৩ পিএম

আসন্ন পবিত্র মাহে রমযান কে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রধান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে গতকাল বুধবার দুপুরে। কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার। এ সময় ৫ টি মামলায় ৩০ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়।

সূত্র জানায়, যানযট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম পাঁচ মামলায় ১৫ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়াও একটি দোকানকে তালা লাগিয়ে সাময়িকভাবে বন্ধ করে দেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার সদরের ছাবেদ প্লাজার তৃতীয় তলায় কুড়ে ঘর রেস্টুরেন্টে অভিযান চালিয়ে কয়েকজন শিশু-কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। স্কুল কলেজের ঐ সব শিক্ষার্থীদের নাম ঠিকানা ও স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেন। এ সময় দোকান মালিক কে ১৫ হাজার টাকা জরিমানা করেন। স্কুল পোষাক পরিধানে কোন শিক্ষার্থীকে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেওয়া হবে না মর্মে দোকান মালিকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: