বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১২:৩৭ এএম

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে অভিযাগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়ার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বুধবার (২২ মার্চ ২০২৩) একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ প্রতিকার ব্যবস্থা ও জিআরএস সফটওয়ার বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উক্ত কর্মশালায় রিসার্চ পারসন হিসেবে প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন গোপালগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: