নেটিজেনদের তোপের মুখে সূর্যকুমার

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা ব্যাটার সূর্যকুমার যাদব। বোলারদের বেধম পেটানো যার স্বভাব। বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটকে শাসন করছেন তিনি। টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাংকিংয়ের শীর্ষস্থানটা তো দীর্ঘদিন ধরেই তার দখলেই। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে সেই সূর্যকুমারই যেন ব্যাটিংটা ভুলে গেছেন।
তিন ম্যাচের সিরিজে প্রতিবার হয়েছেন ব্যর্থ। প্রথম দুই ম্যাচে মিচেল স্টার্কের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়েছিলেন। বুধবার (২৩ মার্চ) অ্যাশটন অ্যাগারের বলে হয়েছেন পরিস্কার বোল্ড। টানা তিন ওয়ানডেতে গোল্ডেন ডাকে আউট হওয়া সূর্য প্রথম কোনো ভারতীয়। তার আগে টানা তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হয়েছিলেন শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলে, জহির খান, ইশান্ত শর্মা ও জাসপ্রিত বুমরাহ।
তবে এদের কেউই টানা তিন ওয়ানডেতে প্রথম বলে আউট হননি। কোনো ব্যাটার যখন পর পর তিন ম্যাচে শূন্য রানে আউট হন, তখন তাকে নিয়ে প্রশ্ন ওঠে। সূর্যকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যতই টি-টোয়েন্টিতে তিনি ভাল খেলুন না কেন, ৫০ ওভারের ক্রিকেটে ভালো করতে পারছেন না।
ওয়ানডে ক্রিকেটে গত বছরের ফেব্রুয়ারি মাসে শেষবার অর্ধশতরান করেছিলেন সূর্য। তার পর থেকে শেষ ১৭টি ম্যাচে তার সর্বাধিক রান ৩৪। ভারতের হয়ে ২৩টি এক দিনের ক্রিকেটে ৪৩৩ রান করেছেন সূর্য। গড় মাত্র ২৫.০৪। ভারতীয় ম্যানেজমেন্টকে ভরসা জাগাতে পারছেন না। তাই তাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সূর্যের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক নির্বাচক সাবা করিম। ইন্ডিয়া নিউজ স্পোর্টসকে সাবা বলেছেন, ‘সূর্যকে শ্রেয়াসের বিকল্প হিসাবে ভেবেছিল ম্যানেজমেন্ট। কিন্তু ও রান করতে পারেনি। আমি নিশ্চিত, শ্রেয়াস চোট সারিয়ে ফিরলে ওকে আবার চার নম্বরে খেলানো হবে। কারণ, ওই জায়গায় শ্রেয়াস ভাল খেলেছে। কিন্তু সূর্য এই পরিস্থিতিতে একটা রহস্যের মতো। কেন ও রান পাচ্ছে না, তা কেউ বুঝতে পারছে না।’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: