কাজী সেজে পরান বাল্য বিয়ে, অতঃপর গ্রেফতার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০২:৩৪ পিএম

মানিকগঞ্জে বাল্যবিবাহের প্রস্তুতির সময় মো. মামুনুর রশিদ (৩৬) নামের এক ভুয়া কাজীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি-৩। বুধবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ কোর্ট এলাকায় অভিযান পরিচালনা করে পৌর বিপণী মার্কেটের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ভুয়া কাজী মো. মামুনুর রশিদ মানিকগঞ্জ সদর উপজেলার বারাহিরচর গ্রামের মো. আবেদ আলীর ছেলে। র‌্যাব-৪ এর লে. কমান্ডার মো. আরিফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবত নিজেকে কাজী পরিচয় দিয়ে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের ভুয়া কাবিনের মাধ্যমে প্রতারণাপূর্বক বিবাহ সম্পন্ন করে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এরূপ অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিবাহ প্রস্তুতির সময় তাকে গ্রেফতার করে।

তিনি আরোও জানান, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা কবির মোবাইল কোর্টের মাধ্যমে ভুয়া কাজী মামুনুর রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: