‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করতেন তারা

মৌলভীবাজারের রাজনগরে ‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করার কথা বলে ছিনতাই করতেন একটি চক্র। সম্প্রতি এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) ভোরে তাদের গ্রেফতার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জনৈকা রায়না বেগম (৪২) গত ১৯ মার্চ একটি ব্যাংকের তারাপাশা শাখা থেকে টাকা উত্তোলন করেন। বাড়িতে ফেরার পথে তারাপাশা হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে যাওয়ামাত্রই অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি একটি সিএনজি অটোরিকশা থেকে নেমে রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১ হাজার টাকা ‘ফুঁ’ দিয়ে দ্বিগুণ করে দেবেন বলে কৌশলে টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে গত মঙ্গলবার ( ২১ মার্চ) রায়না বেগম রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫-৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। রাজনগর থানার এসআই (নিরস্ত্র) মো. সওকত মাসুদ ভূঁইয়া জানান, তিনি মঙ্গলবার মধ্যরাতে শ্রীমঙ্গল পৌরসভায় অভিযান চালিয়ে সালাউদ্দিন (৪৩), সিএনজি অটোরিকশাচালক আব্দুল মুসলিম (৪২), মো. আনোয়ার মিয়া ওরফে আয়না মিয়াকে (৩৪) গ্রেফতার করেন। সালাউদ্দিনের কাছ থেকে ছিনতাইকৃত ১৬ হাজার ৫শ টাকা উদ্ধার করেন। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: