সতিকসাস'র নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ০৮:৩৭ পিএম

বর্ণিল আয়োজনে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। সদ্য সাবেক সভাপতি সাব্বির আহমেদ এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক রাব্বি হোসেন'র সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম, উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মালেকা আক্তার বানু, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন হায়দার, সংগঠনের সাবেক সভাপতি শামিম হাসান শিশির, সহ-সভাপতি আহমেদ ফেরদৌস খান ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমিতির বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বিদায়ী কমিটির উদ্দেশ্যে বলেন, ‘কাজ করতে গেলেই ভুল হয়। যারা কাজ করে তাদের ক্রুটি থাকবেই। এটি জীবনেরই অংশ। অপরাধ বা অন্যায় না করলেই হয়। যদি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, আমাদের উচিত সেসব ভুলক্রটি সুধরে দেওয়া আমি আশা করি তোমরা ভুলক্রুটি সুধরে নিয়ে আরো সামনে এগিয়ে যাবে।’

চলতি সপ্তাহের সোমবার সরকারি তিতুমীর কলেজের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন তাওসিফ মাইমুন, সহ-সভাপতি তুহিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিশাদ, সাংগঠনিক সম্পাদক মার্জিয়া আক্তার মিলি, অর্থ সম্পাদক মোহাম্মদ রায়হান, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক এইচ এম ইমরান হোসেন, কার্যনির্বাহী সদস্য আজাদ হোসেন ও সাব্বির হোসেন নির্বাচিত হন। এ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দপ্তর সম্পাদক পদে জয় লাভ করেন মামুনুর রশিদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: