রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩, ১১:৩৯ পিএম

রংপুরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের যৌথ আয়োজনে দিনব্যাপী উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রংপুর বিভাগীয় কার্যালয়ের সভা কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রো পলিটলন পুলিশ কমিশার নুরে আলম মিনা, রংপুর রেঞ্জ অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক এস এম রশিদুল হক, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মন্জুরুল হক।

কর্মশালায় রেপোটিয়ারের দায়িত্ব পালন করেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কাওছার হাবিব এবং ইসলামিক ফাউন্ডেশন রংপুরের সহকারী পরিচালক মোছাদ্দিকুল আলম। কর্মশালায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

এদিকে কর্মশালায় ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব ড. মঞ্জুরুল হক, কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রেদওয়ান ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রংপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান এবং তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্ৰ সাহা উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেন।

এ কর্মশালায় সরকারের বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে আলোচনা হয় এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গঠনে আলোচনায় উঠে আসা সরকারি বিভিন্ন দপ্তরের উদ্যোগ অগ্রণি ভূমিকা পালন করবে বলেও জানান বক্তারা।জনগণ যাতে ঘরে বসে সহজে সেবা পান এবিষয়ে বক্তারা বিভিন্ন সুপারিশও প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: