নড়াইলে সাত ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ০৬:১৫ পিএম

জান্নাতুল বিশ্বাস, নড়াইল থেকে: নোংরা পরিবেশ,মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে নড়াইলে সাতটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।

শুক্রবার (২৪ মার্চ) নড়াইল সদরের রুপগঞ্জ বাজার ও লোহাগড়া উপজেলার ও লক্ষীপাশা বাস স্ট্যান্ড এলাকায় বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সদস্যরা সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স দেশি মুরগি ভাণ্ডারকে ১৫০০ টাকা, মেসার্স সততা মাংস বিতানকে ১৫০০ টাকা, মেসার্স দেশি মুরগি ভাণ্ডারকে ১ হাজার, মেসার্স কাজী স্টোরকে ৫০০ টাকা, মেসার্স ফরিদ স্টোরকে ৫০০ টাকা, মেসার্স সোহাগ ডিম ভাণ্ডারকে ৫০০ টাকা ও মেসার্স অরুপ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য,ঔষধ,স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বিডি২৪ লাইভকে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: