জয়পুরহাটে অগ্নিকাণ্ড, ১০টি ঘরের আসবাবপত্র পুড়ে ছাই

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৫:০৫ পিএম

জয়পুরহাট পৌর এলাকার নতুনহাট শেখপাড়াতে শনিবার সকাল সাড়ে ১০ টায় অগ্নিকান্ডের ঘটনায় ১০টি ঘরের ৫ লাখ টাকার আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানিয় ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার (২৫ মার্চ) সকাল ১০ টার সময় শেখপাড়ার আবু ছালামের বাড়িতে প্রথম আগুন লাগে। মুহুর্তের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যার হউস ইন্সপেক্টর মহি উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। ততক্ষনে প্রায় ৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়েছে বলে জানান, আবু ছালাম সহ ক্ষতিগ্রস্থরা। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে যান ওই এলাকার পৌর কাউন্সিলার ইকবাল হোসেন সাবু। তিনি জানান, নতুনহাট শেখপাড়া এলাকায় খাদ্যগুদামের পাশে ওই অগ্নিকান্ডের ঘটনা। বাড়িতে থাকা খাদ্য সামগ্রী, ঘরের টীন, বাঁশ, কাঠ, কাপড়চোপড়সহ অন্যান্য মালামাল পুড়ে গেলেও কোন জীবনহানী ঘটেনি।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মহি উদ্দিন জানান, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন। তিন লাখ টাকার সম্পদ পুড়ে গেলেও ৮ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে বলে দাবী করেন তিনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: