৭৬ রানে অল-আউট হয়ে লজ্জার রেকর্ড শ্রীলঙ্কার

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিততে হতো শ্রীলঙ্কার। সেই সমীকরণ সামনে রেখে খেলতে নেমে ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা। আর এর ফলে সিরিজের প্রথম ম্যাচে ১৯৮ রানের জয়ে ১-০ তে এগিয়ে গেল টম ল্যাথামের দল।
এ নিয়ে টানা দ্বিতীয় ওয়ানডেতে একশোর নিচে গুটিয়ে যাওয়ার নজির গড়ল লঙ্কানরা। এর আগে ভারতের সঙ্গে সর্বশেষ ওয়ানডেতে মাত্র ৭৩ রানে অল-আউট হয়েছিল দিমুথ করুনারত্নের দল। এর ফলে দ্বিতীয়বারের মতো টানা দুই ওয়ানডেতে একশোর নিচে অল-আউট হওয়ার ঘটনা দেখলো ক্রিকেটবিশ্ব। এর আগে, ২০১৩ সালে আফগানিস্তানের বিপক্ষে পরপর দুই ওয়ানডেতে ৮৯ এবং ৯৩ রানে অল-আউট হয়ে গিয়েছিল কেনিয়া।
অকল্যান্ডে টস জিতে কিউইদের শুরুতে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারের তিন বল বাকি থাকতেই ২৭৪ রানে থামে স্বাগতিকদের ইনিংস। কিউইদের হয়ে সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন ওপেনার ফিন অ্যালেন। এ ছাড়া ড্যারিল মিচেলের ৪৭ এবং রাচিন রবীন্দ্রের ৪৯ রানের সুবাদে এই সংগ্রহ দাঁড় করায় কিউইরা। লঙ্কানদের হয়ে ক্যারিয়ার সেরা বোলিংয়ে চামিকা করুনারত্নে ৪টি, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা দুটি এবং দাসুন শানাকা ও দিলশান মদুশাঙ্কা একটি করে উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। দলীয় ১৪ রানেই প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার। এরপর ২০ রানে কুশল মেন্ডিস ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পরে সফরকারীরা। এরপর ক্রমেই উইকেট হারাতে থাকে দলটি।
শ্রীলঙ্কার হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বোচ্চ ১৮ রানের ইনিংস খেলেন। এ ছাড়া চামিকা করুনারত্নে ১১ এবং লাহিরু কুমারা ১০ রান করেন। কিউইদের হয়ে ডানহাতি পেসার হেনরি শিপলি পাঁচটি, ড্যারিল মিচেল ও ব্লাইয়ার টিকনার দুটি করে উইকেট নিয়েছেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: