আজকের সারাদেশে ইফতার ও সেহরির সময়সূচি

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৫:২৬ পিএম

চলছে পবিত্র রমজান মাস। মুসলমান ধর্ম অবলম্বনকারীদের জন্য এই মাসটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। রমজানে মুমিনরা পুরো মাস রোজা রাখেন। সব ধরনের গুনাহ ও অপরাধ থেকে দূরে থাকেন। শনিবার (২৫ মার্চ) পবিত্র রমজানের দ্বিতীয় দিন। রমজানে সেহরি ও ইফতারের সময় জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি আগে থেকে ঠিক করে রেখেছে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার ইফতারের সময় ৬টা ১৫ মিনিট। আর সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৩৮ মিনিট। ফজর নামাজের ওয়াক্ত শুরু হবে ৪টা ৪৪ মিনিটে। এই সময়সূচি শুধু ঢাকা জেলার জন্য প্রযোজ্য।

সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে। তাই সেহরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর আজান দিতে হবে। এ ছাড়াও সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

সারা দেশের সময়সূচি:

সংগৃহীত ছবি

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: