শেরপুরে গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ০৬:৩৯ পিএম

বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজের গণহত্যা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: মো. রায়হান পিএএ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, এসম শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা নির্বাচন অফিসার এএসএম জাকির হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার নেতেৃত্বে শনিবার (২৫ মার্চ) সকাল ১১টায় কল্যানী শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সুঘাট ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ, ওয়ার্ড মেম্বর মো. নুরনবী মন্ডল হিটলার, সুঘাট ইউনিয়নের সচিব আমিনুল ইসলাম, কল্যানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব কুমার পাল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: