এক মুরগি দিনে দিচ্ছে দুই ডিম!

একটি মুরগি দিনে ডিম দিচ্ছে দুটি। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। এতে চাঞ্চলের সৃষ্টি হয়েছে এলাকায়। মুরগির মালিক রাকিবুল ইসলাম উপজেলার ঠেঙ্গামারা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাকিবুল ইসলাম জানান, নাটোরের বিসমিল্লাহ হ্যাচারি থেকে ১০০টি ব্রয়লার মুরগি কিনে বাড়িতে নিয়ে আসেন রাকিবুল। পরিচর্যা আর যত্নে মুরগির বাচ্চাগুলো বড় হতে থাকে। মুরগিগুলো একপর্যায়ে বড় হলে একটি মুরগি রেখে বাকি মুরগিগুলো তিনি বিক্রি করে দেন। হঠাৎ একদিন মুরগির ঘরে একটি ডিম দেখে রীতিমতো অবাক হন রাকিবুল।
তিনি জানান, বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারপর প্রতিদিন ওই মুরগি দুটি করে ডিম দিতে থাকে। এভাবে গত ৪ মাস থেকে দুটি করে ডিম দিচ্ছে মুরগিটি। রাতে একটি ডিম দেয় এবং বিকেলে আরেকটি ডিম দেয়। মুরগিটির ওজন প্রায় ৬ কেজি।
প্রতিবেশী আব্দুস সালাম নামের একজন বলেন, “স্বাভাবিকভাবে একটি মুরগি দিনে একটি ডিম দেয়। কিন্তু রাকিবুল ইসলাম ভাইয়ের একটি ব্রয়লার মুরগি একদিনে দুটি ডিম দিচ্ছে। দেখে আমরা অবাক হয়েছি।”
উপজেলার কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু বলেন, “একটি ব্রয়লার মুরগি ডিম দিচ্ছে। তাও আবার দুটি ডিম। দেখে অবাক হয়েছি। আমরা সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি। মুরগিটি নিয়ে গবেষণা করে নতুন জাত সৃষ্টি করা যেতে পারে।”
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরনারি হাসপাতাল কর্মকর্তা (ভার.) ডা. আবু হায়দার আলী বলেন, “স্বাভাবিকভাবে একটি ডিম তৈরি হতে ২৪ ঘণ্টা সময় লাগে। ১২ ঘণ্টা পরপর একটি করে ডিম দেওয়ার ঘটনাটি অস্বাভাবিক। আমরা ঢাকার গবেষক টিমকে আনার ব্যবস্থা করব। গবেষণার মাধ্যমে মুরগি থেকে দুটি করে ডিম দেওয়ার কারণ জানা যাবে।”
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: