পাংশায় গণহত্যা দিবস পালিত

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩, ১১:৪০ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (২৫ মার্চ) রাতে পাংশা পৌর কবর স্থান সংলগ্ন স্থানে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস প্রমুখ। এসময় পাংশা উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: