ফরিদপুরে বজ্রপাতে যুবক নিহত

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৩, ০৯:১৮ এএম

ফরিদপুরের সালথায় বজ্রপাতে আরফিন মোল্লা (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরফিন মোল্লা ওই গ্রামের আবু মোল্লার ছেলে।

গ‌ট্টি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ইব্রাহিম মোল্লা জানান, বিকেলে বৃষ্টি আসলে এ সময় আরফিন মোল্লা মাঠে পেঁয়াজের জমিতে পাটবীজ বুনতে গিয়েছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার পথে মাঠের মধ্যে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: