তাহিরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত

টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে ঝগড়ায় ছোট ভাই আশরাফুল ইসলাম (৩০) এর হাতে বড় ভাই খুরশেদ আলম (৪১) নিহত হয়েছে। তারা আপন দু-ভাই। নিহত খুরশেদ আলম বড়দল পুরানহাটি গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে। রবিবার (২৬ মার্চ) দুপুরে উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন বড়দল পুরানহাটি গ্রামে নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। এঘটনার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের সত্যতা নিশ্চিত করেছেন, তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়ন বড়দল পুরানহাটি গ্রামে নিজ বাড়িতে সকাল ৮ টায় বাড়ির পাশে টিউবওয়েলের তালাবাসন ধৌতে যায় খুরশেদ আলের স্ত্রী। পাশে দাড়িয়ে ছিলেন খুরশেদ আলম। এসময় পানি নিতে চাইছিলেন আশরাফুল ইসলাম। এ নিয়ে ছোট ভাই আশরাফুল ইসলাম ও বড় ভাই খুরশেদ আলম (৪১) এর মধ্যে কথা-কাটাকাটি ও একেঅপরকে গালাগালির একপর্যায়ে একে অপরকে কিল-ঘুষি মারে ও পাথর নিক্ষেপ করে। এতে বুকে আগাত পায় খুরশেদ আলম। পরে অসুস্থ হলে নিজ বাড়ি থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে নিজে নিজেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এসে ডাক্তার দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর দুপুর সাড়ে ১২টার সময় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা জান।
এ বিষয়ে ৮ নং ওয়াড মেম্বার জুয়েল আহমদ বলেন,ঘটনার সময় আমি হাওর রক্ষা বাঁধ কাজে ছিলাম। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে শুনেছি। পরে শুনতে পাই খুরশেদ আলম মারা গেছে।
তাহিরপুর থানার এসআই শাহাদাত হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, এই বিষয় কোনো লিখিত অভিযোগ পাই নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: