বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৩:৫৬ পিএম

সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের বিপক্ষে টস হেরে গেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সফরকারী অধিনায়ক পল স্টার্লিং টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামে লাল সবুজের প্রতিনিধিরা। তবে খেলা শেষ করতে পারেনি টাইগাররা। বৃষ্টির কারণে ২০৭ রানেই থামতে হয় টাইগারদের।

সোমবার (২৭ মার্চ) সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামে টাইগাররা। এদিন লিটন আর রনির লড়াকু ব্যাটিংয়ে ভর করে বেশ ভালোভাবে এগিয়ে যায় টাইগাররা। এ সময় লিটন ২৩ বলে ৪৭ ও রনি ৩৮ বলে ৬৭ রান করতে সক্ষম হয়। ২০ বলে ৩০ রান করে আউট হন শামিম। শেষে ১৩ বলে ২০ রান করে অপরাজিত থাকেন সাকিব ও মেহেদি ৪। শেষ পর্যন্ত ১৯.২ বলে ২০৭ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

এদিন তিন পেসার ও তিন স্পিনারের বোলিং কম্বিনেশন ধরে রেখেছে বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের একাদশ থেকে আছে একটিই পরিবর্তন—তানভীর ইসলামের জায়গায় এসেছেন আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। তানভীর অবশ্য এ সিরিজের দলেই নেই।

বাংলাদেশ একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: