১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের আশরাফুল, সংবর্ধনা দিলেন এমপি

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩, ০৯:১২ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৩৫ দিনে কুরআনের হাফেজ হয়েছে আট বছর বয়সি আশরাফুল ইসলাম। তাকে সংবর্ধনা দিয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল। রবিবার (২৬ মার্চ) রাতে বেলকুচি পৌর এলাকার শেরনগরে এমপির বাসভবনে শিশু হাফেজ আশরাফুলের কণ্ঠের তেলাওয়াত শুনে তাকে ফুলেল সংবর্ধনা ও পুরস্কার তুলে দেয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, আশরাফুলের বাবা এনায়েতপুর থানাধীন গোপরেখী পশ্চিমপাড়া মহল্লার ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ বাবু প্রামাণিক। গোপরেখী মিফতাহুল উলুম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ও কমিটির নেতারাসহ আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় এমপি মমিন মণ্ডলকে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক দেন নজরুল ইসলাম মাস্টার।

এমপি মমিন মণ্ডল বলেন, মাত্র ১৩৫ দিনে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মুখস্থ করে শিশু আশরাফুল দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। শিশুটির মেধা ও পরিশ্রম সার্থক হয়েছে। আল্লাহ তাকে বিশ্ববরেণ্য আলেম ও দেশের খেদমতে কবুল করুন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: