গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় ৪৫১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বব্যাপী ৪৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৮০৯ জন। সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৯০৫ জন।মঙ্গলবার (২৮ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ৭ হাজার ৩৫৭ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৮৯ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮১৭ জন এবং মৃত্যু হয়েছে ২৫ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ২ হাজার ৮৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। তাইওয়ানে এ সময় কোনও আক্রান্ত নেই এবং তবে মৃত্যু হয়েছে ২০ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৩২৯ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।
একইসময়ে থাইল্যান্ডে আক্রান্ত হয়েছে ১৫০ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ২২৮ জন এবং মৃত্যু হয়েছে ২০ জনের। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮২ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৪৩৮ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। আজারবাইজানে আক্রান্ত হয়েছে ২২ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৩ লাখ ৮১ হাজার ১০৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৭ হাজার ৪৭৮ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৩ লাখ ৫৫ হাজার ৮ জন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: