আশুলিয়ায় ডাকাতের গুলিতে নয়, বন্ধুর গুলিতে মারা যান মফিজুল

সাভারের আশুলিয়ার কাঠগড়ায় পোশাক শ্রমিক মফিজুলকে গুলি করে হত্যার ঘটনায় দুই বন্ধুকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। মাদকের টাকার দ্বন্দ্ব নিয়ে ডাকাতি বা চোরের নাটক সাজিয়ে ঘর থেকে বের করে বন্ধুকে গুলি করে হত্যা পরিকল্পনার তথ্য উঠেছে এসেছে তদন্তে। গ্রেপ্তার দুজন হলেন নিহত মফিজুলের বন্ধু নিত্যা নন্দ সূত্রধর ও জনি মোল্লা।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে গ্রেপ্তার জনি মোল্লাকে রিমান্ড আবেদন করে আদালাতে পাঠানো হয়। এর আগে গ্রেপ্তার নিত্যা নন্দ সূত্র দায় স্বীকার করে গতকাল সোমবার আদালতে জবানবন্দি দেন।
নিত্যা নন্দ, জনি ও নিহত মফিজলের গ্রামের বাড়ি একই জায়গায় টাঙ্গাইলের নাগরপুর থানার পাশাপাশি গ্রামে। বর্তমানে তারা আশুলিয়ার কাঠগড়া নিত্য নন্দ ও মফিজুল এক রুমে থাকতেন। জনিও পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে ভাড়া থাকে। জনি ও নিত্য নন্দ পেশায় গ্যারেজ মিস্ত্রী। নিহত মফিজুল ছিলেন পোশাক শ্রমিক।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের তথ্যমতে ও তদন্ত করে প্রাথমিকভাবে জানা যায়, মাদকের টাকার দ্বন্দ্ব নিয়ে জনি ও মফিজুলের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই সূত্র ধরে জনি মফিজুলকে শায়েস্তা করার পরিকল্পনা করে। বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোররাতে পাশের বাড়িতে গিয়ে জনি জানালা খোলার শব্দ করে। এ সময় সেই বাড়ির লোকজন ডাকাত বলে চিৎকার শুরু করে। পরিকল্পনা অনুযায়ী সহযোগী হিসেবে নিত্যা নন্দ ডাকাত আসছে বলে মফিজুলকে ঘরের বাইরে পাঠায়। নিত্যা নন্দও পিছু পিছু যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা জনি মোল্লা তার বন্ধু মফিজুলকে গুলি করে পালিয়ে যান।
এবিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্ শিরা হাবীব খান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন আদালতে দায় স্বীকার করছেন। অপরজন জনিকে রিমান্ড আবদেন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আরো নিশ্চিতভাবে বলা যাবে। তদন্ত স্বার্থে এখন সবকিছু প্রকাশ করা যাচ্ছে না।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: