শাহজাদপুরে ট্যাংকলরী-সিএনজি সংঘর্ষে ২জন নিহত

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৩, ০৯:৩১ পিএম

বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জে শাহজাদপুরে গঙ্গাপ্রাসাদ এলাকার শহিদ ফিলিং স্টেশনের সামনে তেলবাহী ট্যাংকলরী ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সিএনজি চালকসহ দুইজন নিহত হয়েছে। সংঘর্ষে আরো একজন গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার ইফতারের ১০মিনিট পুর্বে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে সিএনজি চালকের পরিচয় পাওয়া গেছে। সিএনজি চালক আব্দুল হাই (৩০) শাহজাদপুর উপজেলার নরিনা ইউপির লাববিলা গ্রামের আব্দুস সালামের ছেলে।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, বাঘাবাড়ী থেকে শাহজাদপুর গামী সিএনজিটি গঙ্গাপ্রাসাদ এলাকার শহিদ ফিলিং স্টেশনের কাছে পৌছলে বাঘাবাড়ীগামী তেলবাহী ট্যাংক লরিটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির সম্মুখ দুমড়ে-মুচড়ে গিয়ে সিএনজি চালক আব্দুল হাই ও অপর একজন নিহত হয় এবং একজন গুরুত্বর আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে শাহজাদপুর পোতাজিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত সিএনজিকে জব্দ করা হলেও ট্যাংকলরিটি নিয়ে চালক পালিয়ে পালিয়ে গেছে। মরদেহ দুটি পুলিশী হেফাজতে রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: