২১ কেজি গাঁজাসহ গৌরীপুরে মাদক কারবারি পুলিশের জালে গ্রেফতার

ময়মনসিংহের গৌরীপুরে ২১ কেজি গাঁজাসহ মোঃএরশাদ মিয়া (৩২) নামে এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সিধলা ইউনিয়নের হাসপানপুর গ্রামের উত্তরপাড়া থেকে এই মাদক বিক্রেতা গ্রেফতার করা হয়। এরশাদ মিয়া উপজেলার হাসানপুর গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। তার বিরুদ্ধে র্দীঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান বিডি২৪লাইভ কে এই অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত এরশাদ মিয়ার বসত বাড়ীর পিছনে বাঁশ ঝাড়ের নিচে তাহার নিজ হেফাজত হইতে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে খাকি কস্টেপ দ্বারা মোড়ানো সাত প্যাকেট গাঁজা ওজন আনুমানিক ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল এ আসামিকে আদালতে পাঠানো হবে।
অভিযান সুএে জানাযায় ওসি মোঃ মাহমুদুল হাসান'র নেতৃত্ব সঙ্গীয় ফোর্স থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ শাহজালাল, এএসআই (নিঃ) মোঃ দেলোয়ার হোসেন, এএসআই (নিঃ) শাহীনুল বারী, এএসআই (নিঃ) শাহাদাত হোসেন,কনস্টেবল মোজাম্মেল হক ও ছামিউল হক।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: