টসের পর ঝুম বৃষ্টি, ম্যাচ শুরু নিয়ে শঙ্কা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০২:২২ পিএম

তুমুল বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু করা যায়নি বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার (২৯ মার্চ)  দুপুর ২ টায় সাগরিকায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও টসের পর ঝুম বৃষ্টি শুরু হয়। ফলে ম্যাচ শুরু নিয়ে শঙ্কায় পড়ে গেছে দুই দল।

তবে এই মুহূর্তে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টির জোর কমে এসেছে। প্রথম ম্যাচের মতো গুড়িগুড়ি ঝরছে। আকাশ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। কালো মেঘ সরে দেখা যাচ্ছে নীলচে আভা।

এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন আইরিশ দলের অধিনায়ক পল স্টার্লিং। ফলে প্রথমে ব্যাটিংয়ে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। ইংল্যান্ডের পর আইরিশদের বিপক্ষেও সিরিজ জয়ের লক্ষ্যে আজ একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ দল। তবে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া আইরিশরা তাদের একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। ক্রেইগ ইয়াংয়ের বদলে একাদশে ডাক পেয়েছেন ফিওনেন হ্যান্ড।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: