রমজানে ট্যাং দানের মাধ্যমে ভালো কাজের সুযোগ দিচ্ছে সেলেক্সট্রা ও ট্যাং

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৪:২৮ পিএম

রমজান মাসে সেলেক্সট্রা এবং মন্ডেলেজ বাংলাদেশ যৌথভাবে “রমজানে ভালো কাজ” নামে একটি উদ্যোগ নিয়েছে। মন্ডেলেজ বাংলাদেশ ট্যাং ব্র্যান্ডের স্বত্বাধিকারী। ক্যাম্পেইনের পরিকল্পনা অনুযায়ী লোকজনকে ২৩ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ঢাকা শহরের ভেতরে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে ট্যাং অনুদানে উৎসাহিত করছে। ক্যাম্পেইনটি চলবে স্টক থাকা পর্যন্ত।

সারাদিন রোজা থেকে প্রত্যেক রোজাদার মুসলিম পানি, জুস অথবা যেকোনও পানীয় দিয়ে রোজা ভেঙ্গে থাকেন। ট্যাং ইফতারে একটি জনপ্রিয় পানীয়। রোজা রেখে এক গ্লাস ট্যাংয়ের শরবত দিয়ে ইফতার শুরু করাটা অনেকের কাছে বেশ প্রিয়।

রমজানে মুসলিমরা অনেক ক্ষেত্রে ভালো কাজ করার চেষ্টা করেন। এই ভালো কাজের মধ্যে অন্যতম হল রজাদারদেরকে সেহরি বা ইফতারে করানো এবং দানের মাধ্যমে সমাজের সল্প সামর্থ্যের মানুষের পাশে দাঁড়ানো। এই ভাল কাজ গুলোকে একটু সহজ করে দিতে সেলেক্সট্রা ও ট্যাং যৌথ উদ্যোগে এই ক্যাম্পেইনটি শুরু করেছে।

এই ক্যাম্পেইনে একজন দাতা দুই কেজির অরেঞ্জ ফ্লেভারের সর্বোচ্চ দুইটি টাব দান করতে পারবেন। এই ট্যাং এর মূল্য ১,৬৫০ টাকার পরিবর্তে বিশেষ মূল্য ১,১৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি পাওয়া যাবে সেলেক্সট্রা লিমিটেডের ই-কমার্স প্ল্যাটফর্ম সেলেক্সট্রা শপে (Salextra.com.bd)। অনুদানের এই ট্যাং সেলেক্সট্রা কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবে।

সম্প্রতি এই ক্যাম্পেইনটি ঢাকায় উদ্বোধন করা হয়। এই ক্যাম্পেইন উন্মোচনের সময় উপস্থিত ছিলেন, মনডেলেজ বাংলাদেশ প্রা. লিমিটেডের কান্ট্রি লিড জাহিদ খান, সেলেক্সট্রা শপের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ (প্রা.) লিমিটেডের (আইডিসি) ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ সহ আরও অনেকে। আইডিসি বাংলাদেশে মনডেলেজের পণ্যের জন্য বাংলাদেশে অনুমোদিত একমাত্র পরিবেশক।

দাতারা এই ওয়েবসাইটে ভিজিট করে এই ভাল কাজে অংশ নিতে পারবেন- https://www.salextra.com.bd/romjane-valo-kaj

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: