টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় নারী বিতর্কিক হিসেবে চ্যাম্পিয়ন ঢাবির সুফিয়া কামাল হল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৫ পিএম

ইতিহাসে প্রথম নারী বিতর্ক দল হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কবি সুফিয়া কামাল হল ‘জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা ২০২২’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর বাসভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করেন বিতর্ক দলের সদস্যরা।

এ দলের বিতর্কিতরা হলেন- ঈশিতা সুর আপন, তিনি এলমাতুন সুচিতা মিম এবং মাহফুজা মাহবুব এসময় অন্যান্যের মধ্যে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. তৌহিদা রশীদ এবং বিতর্ক ক্লাবের মডারেটর শেখ জিনাত শারমিন উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: