নিরাপত্তা চেয়ে আবেদন, প্রথম আলো অফিসের সামনে পুলিশ মোতায়েন

প্রথম আলো পত্রিকাটির অফিসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অফিসের কর্মকর্তারা নিরাপত্তা চেয়ে আবেদন করায় বৃহস্পতিবার (৩০ মার্চ) এ পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে, বুধবার (২৯ মার্চ) প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলাতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে আদালতে হাজির করা হয়। বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। এ ঘটনায় রিমান্ড চাইবে না পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এজাহারে বলা হয়, প্রথম আলোর ওই মিথ্যা তথ্য প্রকাশ এবং অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হওয়ায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। এ ছাড়াও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে গত রাতে মামলা দায়ের করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: