এনআইডি সার্ভারে অনুপ্রবেশ ঠেকাতে মাঠ কর্মকর্তাদের ইসির হুঁশিয়ারি

জাতীয় পরিচয় পত্র (এনআইডি) সার্ভারে কোনো রকম অনুপ্রবেশকারী অথবা যেকোনো রকম অঘটন এড়াতে সকল উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাকে নিজের ইউজার আইডি ও পাসওয়ার্ড ও ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কারো কাছে না দেওয়ার জন্য নির্দেশনা দিল সংস্থাটি।এতে কোনো রকম অঘটন ঘটলে এর সকল দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকেই নিতে হবে।
সম্প্রতি হুঁশিয়ারি দিয়ে নির্দেশনাটি এনআইডি অনুবিভাগের সিস্টেম এনালিস্ট ইনফরমেশন সিস্টেম ব্যবস্থাপনা অধিশাখার প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে- লক্ষ্য করা যাচ্ছে প্রশিক্ষণ, মিটিং, ছুটিতে থাকার কারণে উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা তার সিএমএস এবং আপলোডার-এর ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি নিজ অফিসের ডাটা এন্ট্রি অপারেটর, স্টেনোটাইপিস্ট ও অফিস সহকারীদের সঙ্গে শেয়ার করে থাকেন, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ইউজার দিয়ে সিএমএস বা আপলোডারে লগইন করে কোনো এনআইডি সংশোধন অনুমোদন করে দিলে, কোনো একটি নতুন ভোটারের ডাটা সার্ভার হতে আপলোড করে দিলে অথবা অন্য কোনো কার্য সম্পাদন করলে এর জন্য উপজেলা বা থানা নির্বাচন অফিসারই দায়ী থাকবেন।
উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদেরকে সিএমএস, আপলোডারে লগইন করার জন্য যে ইউজার আইডি, পাসওয়ার্ড দেয়া হয়েছে এবং লগইনের সময় মোবাইলে যে ওটিপি যাবে তা নিজ দফতরের কোনো কর্মচারীর সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো। যদি কখনো করা হয়, তাহলে ওই ইউজার আইডি হতে যে সংশোধন অনুমোদন, নতুন ভোটার আপলোডসহ যে সকল কাজ করা হবে তা সংশিষ্ট অফিসার করেছেন বলে গণ্য হবে।
এছাড়া, উপজেলা/থানা নির্বাচন অফিসারের ইউজার আইডি দিয়ে সিএমএস এ লগইন করে অনলাইন এপ্লিকেশনে গিয়ে প্রভিশনাল ভোটারে ক্লিক করে যে সকল নতুন ভোটার বা বায়ো-আপডেট ডাটার স্ট্যাটাস আপলোডিং পাওয়া যাচ্ছে, সে সকল ভোটারদের ডাটা পুনরায় উপজেলা ও থানা নির্বাচন অফিস হতে আপলোড করতে হবে। এক্ষেত্রে ব্যাকআপে সংরক্ষিত ডাটা হতে ডাটার স্ট্যাটাস পরিবর্তন করে চেক করে নিতে হবে। প্রয়োজনীয় ম্যানডেটরী ডকুমেন্ট/বায়োমেট্রিক (যেমন ফরম ২ এর ২ পৃষ্টা, ছবি, স্বাক্ষর ইত্যাদি) সংযুক্ত হয়েছে কি-না, না থাকলে ডকুমেন্টগুলো এটাচ করে এরপর আপলোড করতে হবে।
যে সকল নতুন ভোটার/বায়ো-আপডেট ডাটার স্ট্যাটাস আপলোডিং দেখাচ্ছে সে সকল ডাটার সমস্যা উপজেলা/ থানা নির্বাচন অফিস থেকেই করতে হবে। এনআইডি উইং হতে সমাধানের কোনো সুযোগ নেই। এ বিষয়ে কোনো পত্র এনআইডি অনুবিভাগে না পাঠিয়ে উপজেলা/থানা নির্বাচন অফিস হতেই সমাধান করার জন্য উপজেলা/থানা নির্বাচন অফিসারদেরকে অনুরোধ করা হলো।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: