শ্যালিকার আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়ায় দুলাভাই গ্রেফতার

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০২:৪৮ পিএম

শ্যালিকাকে কাছে পেতে মোবাইলে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ সিপিসি-৩, র‌্যাব-৪। বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকা থেকে দুলাভাই পলাশ রংদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাশ রংদার উপজেলার বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে।

জানা যায়, গ্রেফতারকৃত আসামি ভিকটিমের বড় বোনের স্বামী। বিয়ের পর থেকে ভিকটিমকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তিনি। রাজি না হওয়ায় চলতি বছর ২৮ ফেব্রুয়ারি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপত্তিকর ছবি ও ভিডিও বানিয়ে ভিকটিমের বাবা ও আত্মীয়-স্বজনের ইমু নাম্বারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। এ ঘটনায় বুধবার সকালে মানিকগঞ্জ র‌্যাব-৪, সিপিসি-৩ এ অভিযোগ করেন ভিকটিমের বাবা। ওই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত পলাশ রংদারকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: