মুক্তিযুদ্ধে মং প্রু সেইনের অবদান আমাদের জন্য অনুকরণীয়: ব্রি. জে. মহি

বীর মুক্তিযুদ্ধা মং প্রু সেইন (তৎকালীন মং সার্কেল চীফ) নিজের সর্বস্ব ত্যাগ করে মাতৃভূমির জন্য যে নিদর্শন স্থাপন করেছেন তা বর্তমান যুগের শিক্ষার্থী, বিদ্যানুরাগী সর্বোপরি আমাদের জন্য অনুকরণীয়। মাতৃভূমির জন্য তার অসামান্য অবদান এবং মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা রাখার জন্য খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক মং সার্কেল চীফ মং প্রু সেইন বাহাদুর শিক্ষাবৃত্তির প্রবর্তন করেছে। ভবিষ্যতে এই শিক্ষাবৃত্তি বৃদ্ধির মাধ্যমে পার্বত্য জেলা খাগড়াছড়ির পাশাপাশি তিন পার্বত্য জেলায় প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননায় ভূষিত করার প্রয়াস অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মহিউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক আয়োজিত খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান ২০২৩ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'এই শিক্ষাবৃত্তির পাশাপাশি গরিব এবং অসহায় শিক্ষার্থীরা যেন শিক্ষার সমান সুযোগ পায় তা নিশ্চিতকরণের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মুক্তিযুদ্ধ এবং জাতীয় চিন্তা ধারাকে সুদুরপ্রসারি পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়িত করা ও মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা কে সমুন্নত রাখার জন্য বীর মুক্তিযোদ্ধাদের সম্মানিত করার প্রক্রিয়াও পূর্বের ন্যায় অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডিজিএফআই ডেট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. শাহ আলম সিদ্দিকী, খাগড়াছড়ি এনএসআই এর যুগ্ন পরিচালক মো. ফিরোজ রব্বানী, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, মং সার্কেলের সার্কেল চীপ সাচিং প্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম, সাবেক সংসদ সদস্য ও ট্রাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা সহ রিজিয়নের আওতাধীন সকল জোন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি রিজিয়নের জিটু-আই মেজর মো. জাহিদ হাসান। ধর্ম-বর্ণ গোষ্ঠী নির্বিশেষে রিজিয়নের আওতাধীন সাতটি জোন হতে মেধাবী ১০০ জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়।
খাগড়াছড়ি জেলাসহ অত্র ব্রিগেডের সকল জোন কমান্ডারসহ ৭টি জোন থেকে হেডম্যান কার্বারী, অভিভাবকগন ও রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ আনুমানিক ৪০০ জন ব্যাক্তি উপস্থিত ছিলেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: