ভাঙ্গায় ইফতার করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ; এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৮:০১ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় ইফতার করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে দুই গ্রুপের প্রায় অর্ধ শতাধিক ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এই ঘটনায় এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ফকিরকান্দা মোল্লা কান্দা গ্রাম বাসীর লোকজন এই মানববন্ধন করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ ইফতার খাওয়া কে কেন্দ্র করে করে উত্তেজনার সৃষ্টি হয় পরবর্তীতে এই ঘটনা সংঘর্ষে রূপ নেয়। রাতের বেলা কয়েক দফা সংঘর্ষ হয় পরবর্তীতে আবার ২৯ মার্চ দিনের বেলা আবার সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের প্রায় অর্ধ শতাধিক ঘর বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়।

এই বিষয়ে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ শাহাবুর রহমান কে একাধিক বার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তির দাবী বর্তমানে ও সাবেক চেয়ারম্যানদের ও পুলিশের নিষ্ক্রিয়তার কারনে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এই রকম ঘটনা যেন না ঘটে তার জন্য কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: