ঢাবিতে একদিকে প্রথম আলোর সাংবাদিক মুক্তির দাবি, অন্যদিকে সম্পাদককে গ্রেফতারের দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একদিকে দৈনিক প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট অন্যদিকে সাধারাণ শিক্ষার্থীদের ব্যানারে শাহবাগ অবরোধ করে ওই দৈনিকের সম্পাদকের গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৩০ মার্চ) গণতান্ত্রিক ছাত্র জোটের নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি ও র্যাবের হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকান্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে এফবিএস অনুষদ, অপরাজেয় বাংলা দিয়ে সেন্ট্রাল মসজিদ ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে দেশের জনগণ তার ক্ষুধার কথাও প্রকাশ্যে বলতে পারছে না৷ চরম নিপিড়নের মাধ্যমে দমন করা হচ্ছে জনগণের প্রতিবাদের ভাষা। সরকার জনগণের মাছ মাংস চাইলের স্বাধীনতা দিতে চায় না যার বাস্তব প্রমাণ প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান শামস, সম্পাদক মতিউর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন এর মামলা৷ বলা হচ্ছে প্রথম আলোর রিপোর্ট দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। কিন্তু সারাদেশে যে নীরব দুর্ভিক্ষ চলছে, যে গণতন্ত্রহীন পরিবেশ বিরাজ করছে, নওগাঁতে র্যাব হেফাজতে জেসমিন হত্যাকান্ডের ঘটনা ঘটছে এই প্রত্যেকটি ঘটনা একটি সভ্য রাষ্ট্রের ভাবমূর্তি হতে পারে না৷ সরকার ডিজিটাল নিরাপত্তা আইনকে তার দুঃশাসন টিকিয়ে রাখার যন্ত্রে পরিণত করেছে।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে শামসুজ্জামান শামসের মুক্তি, জেসমিন হত্যার বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সারাদেশের মুক্তিকামী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাে আহ্বান জানান৷
গণতান্ত্রিক ছাত্র জোট এর সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান এর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এর নেতা তানজিম হায়দার চঞ্চল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দীলিপ রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান, পাহাড়ি ছাত্র পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা প্রমুখ।
এদিকে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ নামের ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবরোধ শুরুর কিছু সময় পর শাহবাগে হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ১৯৭২ সাল থেকে ৭৪ সাল পর্যন্ত জাতির পিতাকে পরিবারসহ হত্যার যে পরিবেশ তৈরি (বাসন্তীকাণ্ড) ঘটিয়েছে, এ দেশের সাম্রাজ্যবাদের একটি এশীয় দালাল এ কাজ করেছে। আমরা দেখছি, বর্তমান সময়েও এ ধরনের ঘটনা ঘটছে। আমরা দেখতে পাচ্ছি, স্বাধীনতা দিবসে দশ টাকা দিয়ে একটি শিশুকে দিয়ে এ ধরনের মন্তব্য তৈরি করেছে। এটি সাংবাদিকতার নৈতিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। যারা এটি করেছে, প্রথম আলো ও এর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগ একমত পোষণ করছে।
ঢাবি ছাত্রলীগের সভাপতি শয়ন বলেন, ছাত্রসমাজ ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমরা ছাত্রলীগ তাদের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। যেহেতু রমজান, তাই বেশিদিন এই মোড় অবরোধ করে জনদুর্ভোগ বাড়াব না।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে শয়ন, সৈকতসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা শাহবাগ মোড় ত্যাগ করেন।য়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: