আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩, ০৮:০২ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও হয়রানির প্রতিবাদে মানববন্ধ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১১ টার সময় পৌর সভার সামনে মানব বন্ধন ও পৌর আওয়ামী লীগের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে আওয়ামী লীগের ফরিদপুর জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে বিএনপি জামায়াতের লোকেরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত তাদের পরোক্ষ মদদে মো. সালমান মুন্সী ওরফে তুহিন মিথ্যা অপহরণের নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় মিথ্যা অপহরণের নাটক সমাজের সামনে ফুটে ওঠে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি জোর দাবি জানাই মো. সালমান মুন্সী ওরফে তুহিন কে পুলিশে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে জড়িত সকল কে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ মো. সালমান মুন্সী ওরফে তুহিন নিখোঁজ হন পরবর্তীতে তার বাবা ফরিদপুরের কোতোয়ালি থানায় ও পুলিশের বিশেষ শাখা ডিবি তে অভিযোগ দায়ের করেন এর পরে ডিবি তথ্যপ্রযুক্তির সহায়তায় সালমান মুন্সী ওরফে তুহিন কে শনাক্ত করে। পরবর্তীতে জানা যায় সালমান মুন্সী ওরফে তুহিন নিখোঁজ নয় সেচ্ছায় আত্মগোপন করেন। ঐ ঘটনায় জিঙ্গাসাবাদের জন্য ডিবি গভীর রাতে ফরিদপুর আওয়ামী লীগের জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমান কে নিয়ে যায়। পরবর্তীতে তার সংশ্লিষ্টতা না থাকায় পরের দিন ছেড়ে দেন।

এই বিষয়ে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী হেদায়েতুল্লাহ্ সাকলাইন বলেন, স্বতন্ত্র নামক গ্রুপ (বিএনপি জামায়াতের সমার্থকেরা) আওয়ামী লীগের নেতা কর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে কাহিনী সাজিয়ে আমাদের জেলা কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমানকে ফাঁসানোর চেষ্টা করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সঙ্গে এই ঘটনার পিছনে থাকা মূল হোতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: