ইদানীং নাটকে অশালীন সংলাপ থাকে: ডিপজল

চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। বর্তমানে অভিনয়ের চেয়ে বেশি সিনেমা নির্মাণে সময় দিচ্ছেন। সম্প্রতি এই অভিনেতা জানিয়েছেন, ডিপজল ফিল্মস থেকে একের পর এক ধারাবাহিক ও একক নাটক নির্মিত হবে। প্রাথমিকভাবে তিনটি ধারাবাহিকের নির্মাণকাজ শুরু হয়েছে।
অভিনেতার ভাষ্য, আমি সিনেমার মানুষ। সিনেমা যেমন বিনোদনের বড় মাধ্যম, তেমনি শিক্ষারও মাধ্যম। নাটকের বিষয়টিও তেমন। উভয় মাধ্যমই মানুষকে আনন্দ দেয়। চিন্তা করে দেখলাম, ইদানীং ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত নাটকের মান খুব খারাপ হয়ে গেছে। গল্প থাকে না, অশালীন সংলাপ থাকে। তাই চিন্তা করেছি, সুষ্ঠু ধারার বিনোদনমূলক নাটক নির্মাণ করে দর্শকদের উপহার দেব। এ চিন্তা থেকেই নাটক নির্মাণ করছি। তিনি যোগ করেন, এটি আমার জন্য একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। তবে আমি বড় পর্দার মানুষ, বড় পর্দাই আমার কাছে সবার আগে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৮ মার্চ) থেকে ডিপজলের সাভারের শুটিং হাউজে শুরু হয়েছে প্রথম ধারাবাহিক ‘গাধার পাল’-এর দৃশ্যধারণ। লিটন খন্দকারের রচনায় নাটকটি পরিচালনা করছেন আবিদ রেহান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, বড়দা মিঠু, তারেক স্বপন, নূরে আলম নয়ন, আবিদ রেহান, পারভেজ সুমন, সূচনা শিকদার, সিলভী, জুয়েল প্রমুখ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: